ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ জানুয়ারি ২০২২ , ১১:১৩ এএম


loading/img
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২২ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের সুদীপ (৪৫) ও নেত্রকোনা মদন উপজেলার রাশিয়া (৩৫) মারা গেছেন। এবং ময়মনসিংহ সদরের দিলীপ মিয়া (৭০) ও জামালপুর সদরের মনির হোসেন (৭০) করোনা উপসর্গে নিয়ে মারা যান। 

বিজ্ঞাপন

ডা. মহিউদ্দিন খান জানান, হাসপাতালে ১৪ জন নতুন ভর্তিসহ ৭৩ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন তিন জন। ১২ জন সুস্থ হয়েছেন। 

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩১ শতাংশ। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |