ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মেয়েকে অপহরণ ও গুমের মামলায় বাবার যাবজ্জীবন, হত্যা মামলায় একজনের ফাঁসি

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ , ০৫:৩০ পিএম


loading/img
ফাইল ছবি

রংপুর নগরীর মেকুরা এলাকার জুয়েল হত্যা মামলায় চার আসামির মধ্যে একজনের ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার অন্য দুই আসামির মধ্যে একজনকে খালাস আরেকজনের বিচার চলমান রয়েছে। একইদিন রংপুরের পীরগাছায় মেয়েকে অপহরণ ও গুমের মামলায় বাবার যাবজ্জীবন ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক তারিক হোসেন এ রায় দেন। 

রায়ে মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। 

বিজ্ঞাপন

২০১৮ সালের মার্চে রংপুর নগরীর মেকুরা এলাকার ট্রাক্টর চালক মো. জুয়েল রানার মরদেহ ভুট্টা খেত থেকে মাটির নিচে মাথা পোঁতা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় জুয়েলের বড় ভাই জাকির হোসেন কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ চার বছর সাক্ষ্য-প্রমাণ শেষে চার আসামির মধ্যে মেহেদী হাসান সাগরের ফাঁসি, মো. শাকিলের যাবজ্জীবন রায় দেন আদালত। বাকি দুই আসামির মধ্যে আনোয়ার হোসেনের বিচার চলমান এবং মো. মালেককে বেকসুর খালাস দেওয়া হয়। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুয়েলের পরিবার।

একইদিন রংপুরের পীরগাছায় মেয়েকে অপহরণ ও গুমের মামলায় বাবার যাবজ্জীবন ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-দুইয়ের বিচারক মো. রোকনুজ্জামান।

এসএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |