চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চারজন করোনায় মারা গেছেন। আক্রান্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৮৮৭ জন মহানগরীতে ও ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এই পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর করোনায় মুত্যু হয়েছে ১ হাজার ৩৫৪ জনের। দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে।
স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছে না চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনও ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন শপিংমল পর্যটন স্পট কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করছে না। যারা হাসপাতালে আছেন তারাও মাস্ক ব্যবহার করছেন না।
এমআই/টিআই