ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সন্তান জন্মের ৪ ঘণ্টা পর করোনা আক্রান্ত নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ জানুয়ারি ২০২২ , ০৮:০৭ পিএম


loading/img
ফাইল ছবি

বগুড়ায় সন্তান জন্ম দেওয়ার প্রায় চার ঘণ্টা পর করোনায় আক্রান্ত এক নারী মারা গেছেন। 

বিজ্ঞাপন

রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত সানজিদা বেগম (২৩) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের মোহাম্মাদ রিমনের স্ত্রী।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, শনিবার (২৯ জানুয়ারি) দিনগত রাত সানজিদা করোনা আক্রান্ত অবস্থায় শ্বাসকষ্ট নিয়ে সন্তান প্রসবের জন্য ভর্তি হোন। পরে রোববার (৩০ জানুয়ারি) ভোর ৪টায় তিনি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন। পরে একই দিন সকাল ৯টায় আবারও তার প্রচণ্ড রকম শ্বাসকষ্ট শুরু হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সানজিদা বেগমের বাবা আবুল খায়ের বলেন, সন্তান জন্মের পর আমার মেয়ে মারা যায়। আমার নাতি সুস্থ আছে। মেয়ের মরদেহ আর নাতিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি।

বিজ্ঞাপন

সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল বলেন, সানজিদার শারীরিক অবস্থা খারাপ ছিল। তাকে পুরো সময়ই অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। ভোরে সন্তান জন্ম দেন। পরে রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি মারা যায়। নবজাতক সুস্থ আছে। তাকে পরিবারের লোকজন বাড়ি নিয়ে যাচ্ছে। 

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |