ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

লালমনিরহাটে হাড় কাঁপানো শীত

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:১৭ এএম


loading/img
ফাইল ছবি

শীতের তীব্রতা বেড়েই চলেছে। বইছে কনকনে ঠাণ্ডা বাতাস, সেইসঙ্গে হাড় কাঁপানো শীত। টানা তিন দিনের মাঝারি শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে তিস্তাপাড়ের জেলা লালমনিহাটের মানুষের জীবন।

বিজ্ঞাপন

প্রচণ্ড শীতে সাধারণ খেটেখাওয়া মানুষের চলাফেরা কষ্টকর হয়ে পড়েছে। আবার শীতের প্রকোপে বেড়েছে হাঁপানি, অ্যাজমা, নিউমোনিয়া ও ডায়েরিয়া ও শ্বাসকষ্টজনিত রোগ। প্রতিদিন অসংখ্য মানুষ এসব সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। কুয়াশা পড়েছে জেলার অধিকাংশ এলাকা। 

মাঝে-মধ্যে সূর্য উঁকি দিলেও ঝলমলে রোদের দেখা মিলছেই না যেন। ফলে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এদিকে, লালমনিরহাটের পাঁচ উপজেলার তিস্তা, ধরলা তীরবর্তী এলাকার খেটে খাওয়া মানুষ কয়েক দিন থেকে কাজকর্ম না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

তিস্তা তীরবর্তী এলাকায় সাধারণ মানুষের শীতের কাপড় না থাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। মহাসড়কগুলোতে হেডলাইড জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক শ্যামল আরটিভি নিউজকে জানিয়েছেন, তিস্তা নদীবেষ্টিত এ ইউনিয়নে শীতের তীব্রতা বেশি। সরকারি ও ব্যক্তিগতভাবে এলাকায় প্রায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় আরটিভি নিউজকে জানিয়েছেন, হাঁপানি, অ্যাজমা, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে।

বিজ্ঞাপন

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |