ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ ২ বোন

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ , ০২:১২ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীতে একটি পাঁচতলা ভবনের ওপরের তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে অবস্থানরত সামিয়া খালেদ এবং সাবরিনা খালেদ নামে দুই বোন দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা যায়, গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুইটি টিম এসে দগ্ধ দুইজনকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দগ্ধ দুই নারীকে উদ্ধার করে। বিস্ফোরণে ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে। এ ছাড়া পাশের দুটি ফ্ল্যাটের দরজা ও জানালার কাচ ভেঙে গেছে। আমাদের টিম যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এমআই/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |