ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

অগ্নিকাণ্ড : জামিন পেলেন সেই অভিযান-১০ লঞ্চের মালিক

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ , ০৫:২৬ পিএম


loading/img
ফাইল ছবি

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার আদালতে করা মামলায় জামিন পেয়েছেন লঞ্চ মালিক মো. হাম জালাল শেখ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে লঞ্চ মালিক হাম জালাল শেখের আইনজীবী মজিবুল হক কিসলু তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুব আলম তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, গত ২৩ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আইনজীবী নাজমুল ইসলাম নাসির। পরে ওই মামলায় লঞ্চ মালিককে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় গত রোববার (৩০ জানুয়ারি) জামিন আবেদন করেন তিনি। আজ বৃহস্পতিবার তাকে (মো. হাম জালাল শেখ) জামিন দেন আদালত।

বিজ্ঞাপন

মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে জামিনের বিরোধিতা করেন কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই) জহিরুল ইসলাম। তিনি বলেন, ওই ঘটনায় ঢাকার স্পেশাল আদালতে একটি মামলা চলমান রয়েছে। সেই মামলায় লঞ্চের মালিক কারাগারে আছেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এখনও নিখোঁজ রয়েছে ৩০ জন।

জিএম/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |