ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২ , ১০:০৭ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। রাতভর কনকনে শীতের সঙ্গে বৃষ্টির মতো পড়েছে কুয়াশা।

বিজ্ঞাপন

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। মাঘের শীতে কাবু হয়ে যাচ্ছে এখানকার জনগণ। তবে ৩ থেকে ৫ নটিকেল মাইল বেগে বয়ে যাচ্ছে বাতাস। 

জানা গেছে, আজ সোমবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শৈত্য প্রবাহ কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র। এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে করে দরিদ্র ও ছিন্নমূল অসহায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। শীত-জনিত কারণে হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দীন বলেন, সকাল থেকেই সূর্যের দেখা নেই। আমাদের এখানে মাঝারি শৈত্য প্রবাহ চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |