ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কুমিল্লায় প্রথম উত্তর জেলার স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন 

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ , ১১:০৮ এএম


loading/img
 জিএস সুমন সরকার-লিটন সরকার

কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলায় এবারই প্রথম সেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ বছর ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি ছাত্রনেতা জিএস সুমন সরকারকে সভাপতি এবং আলোচিত ছাত্রলীগ নেতা লিটন সরকারকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিকে ছাত্রলীগ নেতা জিএস সুমনকে সভাপতি ও ছাত্রলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংগঠনিক গতি সঞ্চার হবে বলে মনে করছে নেতাকর্মীরা। 

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন বলেন, দীর্ঘ কয়েকবছর পর কুমিল্লা উত্তর জেলায় যোগ্যদের হাতে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। সদ্যগঠিত এ কমিটিতে ছাত্রলীগ নেতা জিএস সুমনকে সভাপতি ও লিটন সরকারকে সাধারণ সম্পাদক করায় নেতাকর্মীদের মাঝেও প্রাণ ফিরে এসেছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |