ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে করোনায় শনাক্তের হার ২ দশমিক ৯৭

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২ , ১২:০১ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল শনিবার চট্টগ্রামে ৬৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আরটিভি নিউজকে বলেন, চট্টগ্রামের ১৩ ল্যাবে ২ হাজার ৪৫৭টি নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরই মধ্যে ৫০ জনই নগরীর বাসিন্দা।

বাকি ২৩ জনের মধ্যে পটিয়ার ১, রাউজানের ২, ফটিকছড়ির ২, হাটহাজারীর ২, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ১৪ ও সন্দ্বীপের ১ জন রয়েছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৬৬০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |