ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

২২ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:১৬ পিএম


loading/img
ফাইল ছবি

নরসিংদীতে পিতার অভিযোগের ভিত্তিতে মৃত্যুর ২২ দিন পর সাফাত সালমান নূর নামে ১ বছর ৩ মাস বয়সী শিশুর মরদেহ উত্তোলন করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাকের উপস্থিতিতে নরসিংদীর মাধবদী থানাধীন বৈলাইন এলাকা থেকে নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে এ মরদেহ উত্তোলন করা হয়।

এ ব্যাপারে নিহতের পিতা শাহাদাত হোসেন গত ১৭ ফেব্রুয়ারি নিহত শিশুর মা বৃষ্টি আক্তারকে (২২) আসামি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তের জন্য নিহত শিশুর মরদেহ উত্তোলন করা হয়। এ ঘটনায় নিহতের মা বৃষ্টি আক্তারকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে জানানো হয়েছে, মাধবদী থানাধীন বৈলাইন এলাকার মো. নবাব উদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেনের সঙ্গে রূপগঞ্জের চারিতালুক চৌধুরীবাড়ি এলাকার শফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি আক্তারের (২২) বিয়ে হয়। বিয়ের পর গত ১ বছর ৩ মাস পূর্বে সাফাত সালমান নূর নামে এক ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। সম্প্রতি কিছুদিন আগে মোবাইল ফোনে পরিচয়ের হয়ে ওই অজ্ঞাত যুবকের সঙ্গে প্রেম করেতার বাবার বাড়িতে আশ্রয় নেয়।

গত ২ ফেব্রুয়ারি শাহাদাত মোবাইল ফোনে তার শ্বশুরবাড়িতে সন্তানের মৃত্যুর সংবাদ পায়। পরবর্তীতে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনের মেসেঞ্জারে কথিত প্রেমিকের সঙ্গে তার ছেলেকে হত্যার পরিকল্পনা জানতে পেরে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নিহত শিশু সাফাত সালমান নূরের মরদেহ উত্তোলন করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |