বগুড়ায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির পরের দিন নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ তাদের কর্মস্থলের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হচ্ছেন- বগুড়া সদরের বড় সরলপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও শিবগঞ্জ উপজেলার প্রতাপবাজু গ্রামের মৃত হাসু আলীর ছেলে সামছুল হক। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক।
তিনি জানান, ওই দুইজনের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে।
মাসুদ অ্যান্ড সন্সের সত্ত্বাধিকারী সাজ্জাদুর রহমান জানান, হান্নান ও সামছুল বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন। সেদিন হান্নানের মুঠোফোন নম্বর থেকে তার কাছে এসএমএস আসে। তাতে লেখা ছিল নিখোঁজদের ফিরে পেতে হলে ৫ লাখ টাকা দিতে হবে। তিনি সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
সাজ্জাদ জানান, শুক্রবার সকালে হান্নানের মোবাইল ফোন থেকে ফের একটি এসএমএস আসে। তাতে লেখা ছিল, ‘সামনে তোদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।’ এই এসএমএস পাওয়ার পর তারা কারখানার চারপাশে খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতর দুজনের মরদেহ পেয়ে পুলিশে জানান।
সদর থানার পরিদর্শক জাহিদুল বলেন, ওই দুই নৈশপ্রহরীর মাথার সামনে ও পিছনে একই রকম আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহদুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।