ঢাকাTuesday, 08 July 2025, 24 Ashaŗh 1432

হরিণের আক্রমণে হরিণের মৃত্যু

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ০৬:০৪ পিএম


loading/img
ফাইল ছবি

বরগুনার তালতলী সোনাকাটা টেংরাগীরি ইকোপার্কে হরিণের আক্রমণের দুমাস পর অন্য হরিণ মারা গেছে।

বিজ্ঞাপন

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে দুটি পুরুষ হরিণ একে অন্যের সাথে সংঘর্ষে করে। সংঘর্ষে একটি হরিণ গুরুতর আহত হয়। আহত হরিণটিকে বন বিভাগের কর্মীরা উদ্ধার করে প্রাণী সম্পদ অফিসে খবর দেয়। দীর্ঘ দুই মাস চিকিৎসার পর (২৮ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে হরিণটির মৃত দেহ পাওয়া যায়।

ছকিনা বিট কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, প্রজননের সময় দুই পুরুষ হরিণের সংঘর্ষ হয়। এতে একটি হরিণের শিং অন্য হরিণের বুকের মাঝে ঢুকে গুরুতর আহত হয়। এ সময় প্রাণিসম্পদ অফিসে খবর দিলে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় শিকদার  চিকিৎসা সেবা প্রদান করেন। গতকাল খাবার খেতে না আসায় খোঁজাখুঁজি করে গভীর জঙ্গলে হরিণটির মৃত দেহ পাওয়া যায়। 

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হরিণ আহত হওয়ার খবর পাই। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় শিকদারকে সঙ্গে নিয়ে হরিণটির চিকিৎসার ব্যবস্থা  করি। হরিণটির সামনের দুপায়ের মাঝের বুকের মাঝে শিং ঢুকে যাওয়ায় ভেতরে ইনফেকশন হয়েছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |