ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অপবাদ দেওয়ার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় মমেক কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মমেক হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৫৩ ব্যাচের শিক্ষার্থীর দেওয়া যৌন হয়রানির আনা অভিযোগ প্রমাণিত হয়নি। তাই মমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
এদিকে আজ শনিবার তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার পর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক কাউন্সিলে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বহিষ্কার হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসানকে ৩ বছর, দুজনকে ২ বছর, ৭ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও আরেক ঘটনায় ৮ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।