গোপালগঞ্জের কাশিয়ানীতে শহীদ শেখ হত্যা মামলার প্রধান আসামি খালাতো ভাই রবিউল শেখকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চরপদ্মবিলা গ্রামের একটি বাঁশ বাগান থেকে নিহত রবিউলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কাশিয়ানী থানা পুলিশ। নিহত রবিউল চরপদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরপদ্মবিলা গ্রামের আপন খালাত ভাই শহিদ শেখ হত্যা মামলার প্রধান আসামি রবিউল শেখ গতকাল বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিয়ে মশার কয়েল কেনার উদ্দেশে ঘর থেকে বের হন। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়ে তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রবিউল শেখের বাড়ির পশ্চিম পার্শ্বের দীনেশ বিশ্বাসের বাঁশ বাগানে নিহত রবিউলের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের মাথা, কান ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২০ সালের ৩০ নভেম্বর রাতে আপন খালাতে ভাই শহিদ শেখকে পিটিয়ে হত্যা করে রবিউল শেখ। এঘটনায় নিহতের ভাই কুব্বাত শেখ বাদী হয়ে রবিউল শেখ ভাই মনির শেখসহ আরো কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা জামিনে রয়েছে।