চাঁপাইনবাবগঞ্জের নাচেলে আগুনে পুড়ে একটি খামারের ২৭টি গরুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৬ মার্চ) রাতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে মৃত আলহাজ্ব সমির উদ্দিনের ছেলে আলহাজ্ব সলেমান আলীর গরুর খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, সলেমান গরুর খামারের মশা তাড়ানোর ধোয়া দিতে গেলে আগুনের সূত্রপাত হয়। এতে খামারের বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
তিনি আরও জানান, এতে করে ২৭টি গরু পুড়ে মারা যায়। এর মধ্যে ৩টি বড় ষাড় গরু, ২২টি শাহীওয়াল বড় বকনা গরু এবং ২টি বাছুর গরু রয়েছে।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ওসি আরও জানান, বতমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে খামারটির আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।