গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (২০ মার্চ) এ ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহীদুল্লাহ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে গাজীপুর মহানগরের ভাগলবাড়ি রেলক্রসিং পার হচ্ছিলেন বারির বিজ্ঞানী ড. আরিফুর রহমান (৪৫)। এ সময় ঢাকা থেকে টাঙ্গাইলগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
বিজ্ঞানী ড.আরিফুর রহমানের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার অরুন খোলা এলাকায়।
বারির প্রটোকল অফিসার মো. আলামিন জানান, আরিফুর রহমান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনি সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারির কৃষি গবেষনা কেন্দ্রের ইনচার্জ ছিলেন। তিনি রোববারই সাতক্ষীরা থেকে গাজীপুরে আসেন এবং অফিসের কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় প্রেসে যাচ্ছিলেন।