দেশের প্রত্যেকটি মানুষকে বীমার আওতায় এনে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন।
ইন্সুরেন্স কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, দেশের প্রত্যেকটি মানুষকে বীমার আওতায় এনে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রাজশাহী সীমান্ত সম্মেলন কেন্দ্রে রাজশাহী এরিয়া অফিসের প্রশিক্ষন, বীমা দাবী পরিশোধ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কাজিম উদ্দিন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সুনাম আছে। আমরা জনগণের সাথে আছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবেনা- ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স বীমা পরিশোধ করতে দেরি করেছে কিংবা হয়রানি করেছে। আমাদের এরকম কোন রেকর্ড নেই।
কর্মকর্তাদের উদ্দেশে মো: কাজিম উদ্দিন বলেন, বিভাগ থেকে শুরু করে প্রতিটি জেলা শহর, এমটি প্রতিটি থানায় থানায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জোন তৈরি করা হবে। আর এসব জোনে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের উঠে আসতে হবে।
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের রাজশাহী এরিয়ার ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের বগুড়া (উত্তর) ডিভিপি মিজানুর রহমান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান কর্যালয়ের প্রশিক্ষন ও এজেন্সি ডিভিপি নুরুজ্জামান লিটন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান কর্যালয়ের ইসলামী তাকাফুলের ডিভিপি জি এম হেলাল উদ্দিনসহ রাজশাহী এরিয়ার কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠান শেষে ৪০ জনের মাঝে মোট ৫০ লাখ টাকার বীমা দাবীর চেক স্থানন্তর করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।