ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঘণ্টায় ৫০ ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন আইসিডিডিআরবি’তে

আরটিভি নিউজ

বুধবার, ২৩ মার্চ ২০২২ , ১১:৫২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে রাজধানীতে। শুধুমাত্র ডায়রিয়ার বিশেষায়িত হাসপাতাল আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ)-তে প্রতি ঘণ্টায় ভর্তি হচ্ছেন ৫০ জন রোগীর বেশি। রোগীর চাপে তাবু টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটি প্রতিষ্ঠার ৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রোগীর চাপ বলে মনে করছেন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হাসপাতালের প্রধান বাহারুল আলম জানান, ভর্তি হওয়া রোগীদের ৩০ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত। আক্রান্তদের বেশির ভাগই বয়স্ক।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানায়, চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে দৈনিক ৫০০-এর মতো রোগী এসেছে। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগী বেড়ে হয়েছে ৬০০। ১৭ মার্চ থেকে প্রতিদিন এক হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে। ২১ মার্চ রোগী ভর্তি হয়েছিল ১ হাজার ২১৬ জন। ওই দিন ঘণ্টায় ৫০ জন রোগী হাসপাতালে এসেছেন বলে জানান তারা।

বিজ্ঞাপন

২১ মার্চ রাত ১২টার পর থেকে ২২ মার্চ বিকেল পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছিল ৮৭৫ জন। গতকাল ঘণ্টায় ৫১ জন করে রোগী ভর্তি হয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |