বরিশালে অস্ত্র মামলায় সরোয়ার প্যাদা নামে এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে বরিশালের বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক মো. শিবলী নোমান খান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত সরোয়ারের বাড়ি গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকায়।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রাসেল হোসেন সিকদার জানান, ২০১৮ সালের ৬ জুলাই র্যাবের বিশেষ দল গৌরনদীর গ্যারাকুল এলাকা থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, তিনটি গুলি, দুটি ম্যাগাজিনসহ সরোয়ার প্যাদাকে গ্রেপ্তার করে।
ওই দিনই র্যাবের ডিএডি লুৎফর রহমান গৌরনদী থানায় সরোয়ারের নামে মামলা করেন। তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার উপপরিদর্শক আলমগীর হোসেন একই বছরের ৫ আগস্ট সরোয়ারকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।
১১ জনের সাক্ষ্যে অভিযোগ প্রমাণ হওয়ায় সরোয়ারের ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বেঞ্চ সহকারী রাসেল হোসেন সিকদার জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে সাজা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।