ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

দেয়াল ধসে আহত ৫

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

শনিবার, ০২ এপ্রিল ২০২২ , ০২:৩০ পিএম


loading/img
চট্টগ্রাম নগরের আগ্রাবাদের চৌমুহনী এলাকা

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের চৌমুহনী এলাকায় একটি সীমানা দেয়াল ধসে পাঁচজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় চৌমুহনী এলাকার হাসমত আলী শালকরের পাশে ভবনের দেয়াল ধসের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক আরটিভি নিউজকে বলেন, চৌমুহনী এলাকায় একটি ভবনের দেয়ালের পাশে মাটি রাখা হয়েছিল। মাটির চাপে দেয়ালটি ধসে পড়ে। এতে  দেয়ালের পাশে থাকা পাঁচজন আহত হন। 

এদের মধ্যে তিনজন শিশু, একজন মহিলা ও একজন বৃদ্ধ রয়েছেন। তাদের নাম ঠিকানা এখনও পাইনি। আমাদের টিম সেখানে কাজ করছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |