ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মাছ ধরতে গিয়ে লাশ হলেন হালিম

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ , ০৮:৪৬ পিএম


loading/img
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে হালিম সরদার (৪৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে খাদ্যগুদাম সংলগ্ন খাল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলে হালিম সরদার বারইখালী গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে সানকিভাঙা গ্রামের শ্বশুর মোহাম্মদ শেখের বাড়ি থেকে হালিম সরদার নদীর চরে মাছ ধরতে যান। সকাল ৯টার দিকে মাছ ধরার জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খালের মধ্যে তার মরদেহ দেখতে পান স্বজনরা।

বিজ্ঞাপন

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার বলেন, আমার ভাই গড়াজাল নিয়ে নদীতে গিয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানি না।

এ বিষয়ে মোরেলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হালিম সরদারের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |