ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাতায়াত শুরু

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ , ১০:০৭ পিএম


loading/img
ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের জন্য চালু হলো ট্যুরিস্ট ভিসা। গত ৫ এপ্রিল থেকে ভারতে যাতায়াত শুরু করেছেন ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীরা।
 
বেনাপোল ইমিগ্রেশনের হিসাব মতে, পুরনো ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো পাসপোর্ট যাত্রী ভারতে যেতে পারছেন না। শুধুমাত্র ২৬ মার্চের পর ভারতীয় দূতাবাস থেকে পাওয়া ট্যুরিস্ট ভিসাধারীরা ভারতে যাওয়ার সুবিধা ভোগ করতে পারবেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, গত দুই দিনে নতুন ভিসা নিয়ে ভারতে যাওয়ার জন্য বেনাপোলে কতজন যাত্রী এসেছেন তা জানা যায়নি। শুধুমাত্র ২৬ মার্চের পর পাওয়া ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসা নিয়ে পাসপোর্ট যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে যাতায়াত করতে পারবেন ভারতে। করোনাকালে আগে ইস্যুকৃত ট্যুরিস্ট ভিসা স্থগিত থাকায় সেসব ভিসাধারী পাসপোর্ট যাত্রী ভারতে যেতে পারবেন না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |