চাঁদপুর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১০ এপ্রিল) আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে চাঁদপুর শহরে রেললাইন উপড়ে ফেলার চেষ্টার অভিযোগে মামলায় বিএনপির প্রায় ৪০ জন নেতাকর্মী জামিনে থাকলেও মানকিকে কারাগারে পাঠানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা সেলিম বলেন, আমাদের বিরুদ্ধে গায়েবি, ভুয়া ও মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলার এজহারে মানিকের নাম ছিল না। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই। তারপরও রাজনৈতিক উদ্দেশ্যে পরবর্তীতে চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ৫ এপ্রিল চার্জশিট গ্রহণের পর মানিককে আসামি হিসেবে ওয়ারেন্ট দেওয়া হয়। সেই ওয়ারেন্টর কারণে তিনি আদালতে জামিন চেয়ে হাজির হন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মানিককে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেলিম।