কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে থানার প্রবেশ পথে ময়লা-আবর্জনা ফেলে প্রতিবাদ জানিয়েছে পৌরসভায় কর্মরত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীরা।
বুধবার (১৩ এপ্রিল) সকালে তারা এ কর্মসূচী পালন করেন। পরে এএসপির আশ্বাসে তারা তাদের কর্মসূচী প্রত্যাহার করে সব ময়লা-আবর্জনা সরিয়ে নেন।
নাগেশ্বরী পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শক পুলক জানান, মঙ্গলবার শেষ বিকেলে ভ্যানে করে ময়লা ভাগারে ফেলার উদ্দেশ্যে নেয়ার সময় থানা গেটের সামনে কিছু ময়লা-আবর্জনা মাটিতে পড়ে যায়। সেদিন সেগুলো সেখানেই পড়ে থাকে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী বাদল আমাকে ফোন দিয়ে থানায় আসতে বলে। আসার ওসি আমাদের গালিগালাজ করেন এবং বাদলকে লাঞ্চিত করেন। তাই আমরা থানার প্রবেশ পথে ময়লা ফেলে এর প্রতিবাদ জানাই। পরে এএসপি সার্কেল সুমন রেজার আশ্বাসে আমরা কমৃসূচী প্রত্যাহার করে সব ময়লা আবর্জনা সরিয়ে নেই।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, মঙ্গলবার বিকেলে থানার সামনে রাস্তার পাশে তারা ময়লা-আবর্জনা ফেলে রাখায় দুর্গন্ধ ছড়ায়। সেগুলো সেখান থেকে দ্রুত সরিয়ে নিতে বললে একজন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী এক পুলিশ সদস্যের সাথে অসদাচরণ করে। বিষয়টি জানার জন্য এবং ময়লা পরিষ্কারের কথা বলার জন্য তাদেরকে সন্ধ্যায় থানায় ডাকা হয়েছিল।
এএসপি সার্কেল সুমন রেজা বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে তাদের কর্মসূচী প্রত্যাহার করে রাস্তা থেকে ময়লা-আবর্জনা সরিয়ে নিয়েছে।