• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

মার্কেটের পিলার ধসে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২২, ১৪:৫৯
মার্কেটের পিলার ধসে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মার্কেটের পিলার ধসে আকাশ দাস (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আকাশ ওই গ্রামের হরিলাল দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমোদাবাদ গ্রামের নূর মার্কেটটি পুরাতন হয়ে যাওয়ায় ভেঙে ফেলার কাজ চলছিল। শ্রমিকরা মার্কেটের একটি পিলার ভেঙে রশি দিয়ে টেনে ফেলার চেষ্টা করছিলেন। এ সময় পিলারটি ধসে পড়লে আকাশ চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
হিলিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু