ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভেজাল নারিকেল তেল বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭:৪০ পিএম


loading/img
ভেজাল নারিকেল তেল বিক্রি, ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় নকল, ভেজাল ও নিম্নমানের প্যারাসুট নারিকেল তেল বিক্রিসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে জীবননগর উপজেলা শহরের বাজার ও দত্তনগর রোডের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর বাজার ও দত্তনগর রোডের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ ও নকল ভেজাল নারিকেল তেল বিক্রির অপরাধে দত্তনগর রোডের জাহাঙ্গীর স্টোরকে ৫০ হাজার, নিম্নমানের ভেজাল নারিকেল তেল বিক্রি ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অপরাধে চ্যাংখালী রোডের জিয়া স্টোরকে ৫ হাজার, নকল ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে শাহীন স্টোরকে ১০ হাজার ও বাতামঘর মালিককে একই অপরাধে ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকগণ এসময় জরিমানার টাকা পরিশোধ করেন।  পরে নকল প্যারাসুট তেল ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান,  নকল ও ভেজাল প্যারাসুট নারিকেল তৈল বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রক্রিয়াজাতকরণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি টিম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |