নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর মাজার কবরস্থানের ১৫টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
বুধবার (২০ এপ্রিল) সকালে কয়েকজন যুবক কুন্দুপুকুর মাজার দিঘির ওপরের কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিষয়টি দেখার পর জানাজানি হয়।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, সকালে কয়েকজন যুবক এক বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কবর খোড়া দেখে মুরব্বিদের ডাকে। তারপর কৌতুহলবশত কবরের ভেতরে দেখলে দেখা যায় শুধু মৃত ব্যক্তির কাপড় আছে তবে মরদেহ নেই। পরে বাকি কবরগুলো দেখার পর ১৫টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে নিশ্চিত হয় তারা।
এদিকে এ ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টির সঙ্গে সঙ্গে আতঙ্ক হয়েছে ওই এলাকায়। আশপাশের পারিবারিক কবস্থান থেকেও দুইটি মরদেহ চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কুন্দুপুকুর মাজার এলাকার আশরাফ মিয়া আরটিভি নিউজকে বলেন, সকালে এলাকার দুই ভাতিজা চিৎকার করে বলছে কবর খোড়া কেন। শুনে এগিয়ে গিয়ে যাওয়ার পর এই ঘটনা জানতে পারি।
মুকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, পাড়া-প্রতিবেশী দাদা-দাদির কবর থেকেও কঙ্কাল চুরি হয়েছে। এই অবস্থায় আমরা সবাই খুব আতঙ্কে আছি।
এ বিষয়ে কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গতকাল রাতে বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির সুযোগটা কিছু দুষ্কৃতকারী নিয়েছে। ১৫ থেকে ১৬টা কবর তারা খুড়েছে। কোথাও এক জায়গায় কোথাও দুই জায়গায়। আমি শোনা মাত্র এসেছি।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউপ বলেন, আসলে এই ঘটনার কিছু আমরা বলতে পারব না। আমরা বিকেলে গিয়েছি। দেখেছি কয়েকটা কবরে এলাকাবাসী মাটি চাপা দিয়ে রেখেছে।