ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

র‍্যাবের গাড়িতে গুলিবর্ষণ, আহত ২

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ , ০৮:৩৪ এএম


loading/img
ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে র‍্যাবের গাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে এই হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মঈন বলেন, রাতে একটি মাইক্রোবাসে র‍্যাবের টহল দল সিংগাইর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এসময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র‍্যাবের গাড়ি লক্ষ্যে করে গুলি ছোঁড়ে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হন। বর্তমানে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাছাড়া র‍্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে।

বিজ্ঞাপন

খন্দকার আল মঈন আরও বলেন, এই সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ব্যক্তিগত গাড়ি থামাতে সেগুলোকে লক্ষ্যে করে গুলি ছোঁড়ে। ভয়ে চালক গাড়ি থামালে দুর্বৃত্তরা সব লুটে নিয়ে পালিয়ে যায়। র‍্যাবের ওপর হামলার ঘটনাটাও এমনই ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ আমাদের আভিযানিক সদস্যরা মাইক্রোবাসে ছিল। আর সন্ত্রাসীরা সেটাকে কোনো সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে গুলি চালাতে পারে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান কমান্ডার মঈন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |