দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ১৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক কোরাল (ভোল মাছ) ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ২০ হাজার টাকায়। শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় সেন্টমার্টিন উত্তর পূর্ব সমুদ্র থেকে রশিদ মাঝির টানা জালে মাছটি ধরা পড়ে।
মাছটি সেন্টমার্টিন বাজারে আনা হলে ১ লাখ ২০ টাকা দামে অপর মাছ ব্যবসায়ী মো. ইসমাইল কিনে নেয়।
দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ ও ব্যবসায়ী জসিম উদ্দিন শুভ জানান, প্রতিদিনের মতো টানা জাল নিয়ে সাগরে মাছ শিকারে যান রশিদ মাঝির একটি মৎস্য শিকারের দল। সাড়ে ৯টার দিকে জাল তুলতে চাইলে বেশ ভারী হয়। পরে মৎস্য দলটি কৌশলে টেনে তোলা হয়। জালে দেখতে একটি বিশাল কোরাল। স্থানীয়দের এটি বোল মাছ বলে পরিচিত। মাছটি দেখতে উৎসুখ জনতা ভিড় করে। অনেকে ছবি ও সেলফি তুলেছেন।
মাছটি বাজারে আনা হলে দ্বীপের বাসিন্দা মো. ইসমাইল ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে কিনে সাগর পাড়ি দিয়ে টেকনাফের দিকে রওয়ানা করেছেন। তারা জানান, এখন দেখার বিষয় কত টাকায় দ্বিতীয়বার মাছটি বিক্রি করা হয়?
জেলে রশিদ মাঝি আরটিভি নিউজকে বলেন, মাছ শিকারে গেলে বিশাল বোল মাছটি জালে ধরা পড়ে। মাছটি বিক্রি করে ঈদের খরচ তুলতে পেরেছেন।
গত এক সপ্তাহের মধ্যে ২৬ থেকে ২৭ কেজি ওজনের কালো পোপা, ১৫ মণ ওজনের ১২০টি লাল কোরাল ইত্যাদি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন আরটিভি নিউজকে জানিয়েছেন, লোকজনের মাধ্যমে সেন্টমার্টিনে এক জেলের জালে বড় একটি মাছ ধরা পড়ার খবর ইতিমধ্যে জেনেছি।
সেই সঙ্গে মাছটি স্থানীয়রা বোল মাছ বলে প্রচলিত। তবে এর বৈজ্ঞানিক নাম গ্রুপের (Grroper)। তিনি আরও বলেন, সরকারের যথাযথ নিয়ম মেনে চলায় সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়েছে।