ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ইফতার মাহফিলে গিয়ে শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৪ এপ্রিল ২০২২ , ১০:১১ এএম


loading/img
ফাইল ছবি

নওগাঁর মান্দা থানার ভালাইন ইউনিয়নের নিমবাড়িয়া গ্রামের প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত সে শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৩ এপ্রিল) বিকেলে তাদের গ্রামের মোহাম্মদের ছেলে আবদুল বাড়ির খলিয়ানে একটি ইফতার ও দোয়ার অনুষ্ঠান চলছে। উক্ত অনুষ্ঠানে নিহত ছাত্রীর বাবা-মা বিভিন্ন কাজকর্ম করছে। তাদের কাছে থেকে তাদের মেয়ে একটু দূরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ করে বিকেল ৩টার দিক থেকে নিহতের বাবা-মা তাদের সন্তানকে দেখতে না পেয়ে সব জায়গায় খোঁজ করতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান বাড়ির পাশে বাঁশঝাড়ের এক স্থানে আবর্জনা দিয়ে ঢাকা কিছু দেখে তাৎক্ষণিকভাবে সেই আবর্জনা সরিয়ে শিশুটির মরদেহ দেখতে পান স্থায়ীয়রা। তাৎক্ষণিক তারা ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসে।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান আরটিভি নিউজকে বলেন, সংবাদ পাওয়ার পর আমার সঙ্গীয় ফোর্সসহ আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। এখানে এসে দেখি নিহত শিশুর পরনের প্যান্ট তার মুখের ভেতরে গুঁজে দেওয়া আছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কেউ তাকে ধর্ষণ করে হত্যা করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |