ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নোয়াখালীতে ইসলাম মার্কেটে আগুন

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ , ০৮:১৬ পিএম


loading/img
ফাইল ছবি

নোয়াখালীর বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। 

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, লক্ষ্মীপুর, সোনাইমুড়ী, সেনবাগ, মাইজদী, চৌমুহনীসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এখনও কাজ করছে। আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। এখনও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসেনি। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত। ওই সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসী দোকান, হার্ডওয়্যার দোকান, সিরামিক দোকান, প্লাস্টিক দোকান ও গ্যাস সিলিন্ডার দোকানসহ অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে জানতে চৌমুহনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান,চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিট গুলো চৌমুহনী বাজারের ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে। 

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |