ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভাইকে গাছের সঙ্গে বেঁধে বোনকে ধর্ষণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ , ০১:০৯ পিএম


loading/img
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় হাচান (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে ওই শিশুর মা মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল চারটায় পশ্চিম কুয়াকাটা এলাকার ওই শিশু মেয়েটি তার বড় ভাইয়ের সঙ্গে একটি মাছের ঘেরে যায়। এ সময় হাছান ওই মেয়েটির ভাইকে আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। পরে পাশের একটি ঝোপের মধ্যে বোনকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হলে তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়। 

বিজ্ঞাপন

পরে এ ঘটনায় ওই শিশুর মা মহিপুর থানায় অভিযোগ দিতে আসার সময় পথিমধ্যে হাছানের বাবা ও ভাইয়েরা তাকে মারধর করে। 

কুয়াকাটা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর তৈয়বুর রহমান বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এর তীব্র নিন্দা জানাই এবং আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। বর্তমানে মেয়েটি পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের আরটিভি নিউজকে জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। নির্যাতিত শিশুকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |