বুধবার রাজধানীর রূপনগর থানার বিরুলিয়া ব্রিজ এলাকা থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলার তদন্ত ভার ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে নিহত এএসপি মিজানুর রহমানের ভাই মো. মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামালা করেন। এরপর ওই মামলার তদন্ত শুরু করে রূপনগর থানা পুলিশ।
তবে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের মামলাটির তদন্ত ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ন্যস্ত করে।
মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে এএসপি মিজানুরকে হত্যা করা হয়েছে। এসব বিষয় মাথায় রেখেই এখন থেকে মামলার তদন্ত করবে ডিবি।
বুধবার ভোর ৫ টায় উত্তরার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন এএসপি মিজানুর রহমান। পরে রূপনগর থানার বিরুলিয়া ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এইচটি/এমকে