সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আজও ঢাকাগামী যানবাহন ও যাত্রীর চাপ রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৯ মে) সকাল থেকে মহাসড়কে গিয়ে এ চিত্র দেখা যায়। এদিকে উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীরা গণপরিবহন, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত যানবাহনে কর্মস্থলে ফিরছে। অতিরিক্ত ভাড়া আদায় ও বেশি যাত্রী ওঠানোয় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ইনচার্জ মোসাদ্দেক আলী জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকা ফিরছে মানুষ। ফলে মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ রয়েছে। গাড়ির অতিরিক্ত চাপে সেতু গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত কিছুটা ধীরগতিতে চলছে।