ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

জেলা জজের খাস কামরায় চুরি, অতঃপর...

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ মে ২০২২ , ১০:৩১ এএম


loading/img
সৌরভ

চাঁদপুর জেলা জজ আদালত ভবনে জেলা জজের খাস কামরায় ঢুকে পড়েছিলো সৌরভ নামের এক মাদকাসক্ত যুবক। এরপর বস্তাবন্দী করেছিলো কক্ষের বিভিন্ন মালামাল। কিন্তু সব মালামালই উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ। গতকাল সোমবার (৯ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ওসি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, অতিরিক্ত মাদক সেবন করে সৌরভ নামে ওই যুবক জেলা জজ স্যারের খাস কামরায় ঢুকে যায়। এরপর বিভিন্ন মালামাল বস্তাবন্দি করে নিচে নিয়ে আসলে অতিরিক্ত পরিশ্রমে ঘাম ঝরে তার নেশা কেটে যায়। পরে সে মালামাল ডোবার পাশে ফেলে চলে যায়।

ওসি বলেন, আমরা সিসিটিভির ফুটেজ চেক করে এর সত্যতা পেয়েছি। চুরিকৃত সকল মালামাল উদ্ধার হয়েছে বলে আমাদেরকে বিচারকগণ নিশ্চিত করেছেন। সৌরভ বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে অধিকতর তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চাঁদপুর জেলা জজের ভবনের খাস কামরায় চুরির ঘটনায় শহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার একদিন পার হতেই চোরকে আটক করতে সক্ষম হলো পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |