ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

স্টাফ রিপোর্টার (গাজীপুর), আরটিভি নিউজ

শনিবার, ২১ মে ২০২২ , ১০:০১ এএম


loading/img
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার আসামির সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। 

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২০ মে) বিকেলে হাইকোর্টের আদেশে উভয় পক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আসামি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর গ্রামের মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৩)। বাদীর বাড়িও কিশোরগঞ্জের একই এলাকায়।

বিজ্ঞাপন

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-১ এর জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নূরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশে এই বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে কারা অফিস কক্ষে উভয়ের পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। নাঈম মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারের পর ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি যান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |