• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

স্টাফ রিপোর্টার (গাজীপুর), আরটিভি নিউজ

  ২১ মে ২০২২, ১০:০১
কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার আসামির সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (২০ মে) বিকেলে হাইকোর্টের আদেশে উভয় পক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আসামি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর গ্রামের মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৩)। বাদীর বাড়িও কিশোরগঞ্জের একই এলাকায়।

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-১ এর জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নূরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশে এই বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে কারা অফিস কক্ষে উভয়ের পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। নাঈম মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারের পর ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি যান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেপ্তার
৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
ভুয়া জন্মসনদে বিয়ে, কনের বাবা-মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা