ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সারা দেশের সঙ্গে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২১ মে ২০২২ , ১১:৩০ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে রেললাইনের ওপর গাছ পড়ে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে সাময়িকভাবে বন্ধ থাকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে শনিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার দিকে ওই ঘটনা ঘটে। এরপর বেলা ১১টার দিকে ভেঙে পড়া গাছ অপসারণ করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, আলমডাঙ্গায়  ভোরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এতে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর অনেক গাছ পড়ে গেছে। সেই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল। ওই সময় আলমডাঙ্গা স্টেশনে নকশী কাথা এক্সপ্রেস ও একটু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। কুষ্টিয়ার হালসা স্টেশনে দাঁড়িয়ে ছিল বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে দাঁড়িয়েছিল সাগরদাড়ি এক্সপ্রেস।

বিজ্ঞাপন

ভেঙে পড়া গাছ অপসারণ করলে সকাল ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |