ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কন্টেইনার ডিপোতে আগুন : নিহত ১৪

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুন ২০২২ , ০৮:০০ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণের  ঘটনায় আরও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। এছাড়া এ ঘটনায় অন্তত দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৫ জুন) সাড়ে ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

এরআগে রোববার (৫ জুন) ভোর চারটায় দগ্ধ হয়ে নিহত হওয়া আরও ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে বেসরকারি হাসপাতালেও মারা গেছেন কয়েকজন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসাই মো. আলাউদ্দীন তালুকদার আরটিভি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল ছাড়াও বেসরকারি ম্যাক্স, ন্যাশনাল, মেট্টাপলিটন হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন। এছাড়া সিএমইচ হাসপাতালেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চিকিৎসাধীন আছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |