ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ , ১১:১৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে আঁখিনা গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে খায়রুল ইসলাম (৪৮) ও মেরিনা বেগম (৩৭) নামের দুই জনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুন) সকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। 

চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া জানান, বজ্রপাতে নিহত দুজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের দাফনের ব্যবস্থাও করা হয়েছে।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হওয়ার সময় বাড়ির পাশে বাগানে যান খায়রুল ও মেরিনা বেগম। এ সময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ বাড়িতে আছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |