ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কুসিক নির্বাচন : প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

শনিবার, ১১ জুন ২০২২ , ০৯:৩২ এএম


loading/img

নির্বাচনের আর বাকী চার দিন, প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ১৩ তারিখ রাত পর্যন্ত। ফলে শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। প্রচারণার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ। প্রচারণার ১৬তম দিনে সকাল থেকে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

বিজ্ঞাপন

নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত গেলো রাতে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডের রানীর দিঘীর পাড় এলাকায় গণসংযোগের মধ্যদিয়ে ১৬তম দিনের প্রচারণা শুরু করবেন তিনি।

বিজ্ঞাপন

সাবেক মেয়র স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কুর সকাল সাড়ে ১০টায় ৮ নম্বর ওয়ার্ডের রাণীর বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করার কথা রয়েছে।

আরেক স্বতন্ত্রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ১০টায় ধর্মসাগর পাড় এলাকায় নির্বাচনী অফিসে ইশতেহার ঘোষণা করবেন। পরে ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে গণসংযোগ করার কথা রয়েছে।

এদিকে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লায়।

বিজ্ঞাপন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |