• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২২, ১৩:১৯
রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ইভানভ অ্যান্টন (৩৫) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুন) রাতে উপজেলার সাহাপুরের নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি ফ্লোরের লিফটের সামনে থেকে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।

ইভানভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোসেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, অচেতন অবস্থায় লিফটের সামনে পড়ে ছিলেন ইভানভ। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রকল্পের চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় তার লাশ নিজ দেশে পাঠানো হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাছুর দেওয়ার কথা বলে ফটোসেশন, খিচুড়ি খাইয়ে বিদায়!
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতা শামসুর রহমান বহিষ্কার