ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাসিকের বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ০৯:০৩ পিএম


loading/img

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩০৩ টাকার বাজেট ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে একই দিন সকালে বিশেষ সাধারণ সভায় রাসিকের ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেট পাশ হয়। একই সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়।

মেয়র লিটন বলেন, ২০২১-২০২২ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকা ১৭ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৭৬৯ কোটি ২ লাখ ৯৪ হাজার ৭৪৪ টাকা ৩৬ পয়সা। বাজেট বাস্তবায়নের হার ৭১% এর বেশি। যা রাসিকের ইতিহাসে সর্বোচ্চ। এই বাজেট সম্পূর্ণ উন্নয়নমুখী। বাজেটে প্রায় ৮০০ কোটি টাকা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হবে। এই বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের পর থেকে আমি ও আমার পরিষদ নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন এবং রাজশাহীকে সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত, বাসযোগ্য ও মডেল মহানগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 

তিনি আরও বলেন, বিগত ৪ বছর নিরলস পরিশ্রম করে রাজশাহী মহানগরীকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীরূপে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে রাজশাহী সিটি করপোরেশনকে পরিবেশ পদক প্রদান করে পুরস্কৃত করেছেন। এ গৌরব সমগ্র মহানগরবাসীর। ইতোমধ্যে পদকটি প্রিয় রাজশাহীবাসীকে উৎসর্গ করা হয়েছে। এছাড়া ১৮৬৭ কোটি টাকার রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, সচিব মশিউর রহমান, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান ও প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |