উজানের ঢল ও টানা বৃষ্টিতে নীলফামারীতে তিস্তার পানি আরও বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে পানি বাড়ায় তিস্তা নদীর চর ও নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
মঙ্গলবার (২১ জুন) বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে একই দিন দুপুরে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ও সকাল ৯ ও ৬টায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। তবে এরই মধ্যে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, পূর্বছাতনাই, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলা গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের তিস্তা নদীর চর গ্রামগুলো প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, গত ৫ দিন ধরে তিস্তার পানি বিপৎসীমায় ওঠানামা করছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।