ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ , ১১:৪৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌরিলাল দাস (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার বানিয়াচং হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকার হরমোহন দাসের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় নৌকা দিয়ে মাছ ধরতে যান গৌরিলাল দাস। এ সময় অসাবধানতাবশত হাওরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেন লাইনের তারে বাঁশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পান সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী। তাৎক্ষণিক তিনি হবিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গৌরিলাল দাসের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

বানিয়াচং জোনাল অফিসের ডিজিএম মো. পারভেজ ভূঁইয়া জানান, ঘটনাটি জানার পরপরই আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে তৎপর হয়েছে। বিদ্যুৎ লাইনে বাঁশের খুটি লাগানোর কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এক্ষেত্রে সকলকে সর্তকভাবে থাকতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |