• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ট্রেনের ধাক্কায় নির্মাণাধীন রেল সেতুর প্রকৌশলী নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২২, ২৩:২৭
ট্রেনের ধাক্কায় নির্মাণাধীন রেল সেতুর প্রকৌশলী নিহত

টাঙ্গাইলের কা‌লিহাতী উপ‌জেলার বিয়ারামারুয়া এলাকায় যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধ‌ু রেল সেতুর এক সাইট প্রকৌশলী ট্রেনের ধাক্কায় নিহত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২ জুলাই) রা‌তে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেওয়ার প‌থে তার মৃত্যু হ‌য়ে‌ছে। এর আগে একই দিন বি‌কে‌লে কাজ শে‌ষে ওই এলাকায় রেললাইনের ওপর দি‌য়ে হেঁটে যাওয়ার সময় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

নিহত প্রকৌশলীর নাম জাবের খান জনি (২৪)। তিনি বঙ্গবন্ধু রেল‌ সেতুর কা‌জে নি‌য়ো‌জিত ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানির সাইট প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর কর্মীরা জানান, আজ শনিবার বি‌কে‌লে কাজ শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে বিয়ারামারুয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন জনি। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি তা‌কে ধাক্কা দেয়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

নিহতের খালাতো ভাই জানান, এ ঘটনার পরই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নি‌য়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জনির মৃত্যু হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, ৫ ঘণ্টা চলাচল বন্ধ
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
শিবচরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর