ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃত মোহাম্মদ খান (৭২) নেত্রকোণা জেলার বাসিন্দা।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ২৩ জনের ৮ জন করোনা আক্রান্ত। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৪৪টি নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। তবে শনাক্তের হার ১৪ শতাংশ।