ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

স্ত্রী বেড়াতে যাওয়ায় বিষপানে স্বামীর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ , ১১:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্ত্রী বেড়াতে যাওয়ায় মো. হারুন সিকদার (৭২) নামে এক বৃদ্ধ কাফনের কাপড় কিনে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলার সাতৈর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

পুলিশ জানায়, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হারুন চার ছেলে ও তিন মেয়ের মধ্যে ছোট ছেলে সবুজ সিকদারের সঙ্গে থাকতেন। ছোট ছেলে অবিবাহিত হওয়া স্ত্রীই তার দেখভাল করতেন। কিন্তু ঈদে তার স্ত্রী এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। অসুস্থ অবস্থায় তাকে দেখভাল করবে কে? এই অভিমানে হারুন আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, সোমবার (১১ জুলাই) বিকেলে সাতৈর বাজার থেকে কীটনাশক ও কাফনের কাপড় কিনেন হারুন। পরে মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, হারুন সিকদার কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |