ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

যুবদল নেতার খুনের রহস্য উদ্ঘাটন

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ , ১১:৫৫ এএম


loading/img
নিহত বদিউজ্জামান ধনি

যশোর যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধনিকে খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এরই মধ্যে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক রূপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত শহরের টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে আল আমিন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন : দিন-দুপুরে খুন হলেন যুবদল নেতা ধনি

জানা গেছে, বদিউজ্জামান ধনিকে খুনের ঘটনায় বুধবার (১৩ জুলাই) রাতে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মনিরুজ্জামান মণি। এরই মধ্যে মামলায় পাঁচ নম্বর আসামি আল আমিনকে বুধবার রাতে শহরের বেজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে র‍্যাব।

মামলার আসামিরা হলেন, শহরের বেজপাড়া টিবি ক্লিনিক ফুড গোডাউনের সামনে আশ্রম রোডের আব্দুল আলীমের ছেলে আকাশ (২৫), মোহাম্মদ ফরিদের ছেলে রায়হান (২৪), শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের মৃত আব্দুর রশিদের ছেলে ও যশোর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমেদ মানুয়া (৪৮), টিবি ক্লিনিক ফুড গোডাউনের পাশের মিরাজুল বিশ্বাসের ছেলে মন্টু ওরফে অপূর্ব ওরফে আলী রাজ (২২), টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে আল আমিন ওরফে চোর আল আমিন (২৫), আফসারের ছেলে মিলন (২৪), শংকরপুর হারান কলোনীর উত্তর পাশের বাবু মীরের ছেলে ইছা মীর (২০) এবং চোপদারপাড়া রোডের মৃত হুজুর ইয়াসিনের বাড়ির পাশের লাভলুর ছেলে রিজভী (২৬)।

বিজ্ঞাপন

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফেটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আল আমিনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, যশোর শহরের চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি (৫২) খুন হয়েছিলেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |