ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় যুবকের আত্মহত্যা 

চট্টগ্রাম প্রতিনিধি : আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ জুলাই ২০২২ , ০৬:০১ পিএম


loading/img

বিচ্ছেদের কথা বলে রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় মো. রুবেল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রাম নগরের খুলশীর জালালাবাদ সিবিস হাউজিং এলাকার শহীদ টিটও’র বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, ভোরে খালা ফাতেমা ঘুম থেকে উঠে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খুলশী থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে স্বামী রুবেলের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বিচ্ছেদের কথা বলে বাসা থেকে বাপের বাড়ি চলে যায় স্ত্রী চম্পা।

বিজ্ঞাপন

খুলশী থানার এসআই দিপলু বড়ুয়া আরটিভি নিউজকে জানান, ভোরে খালা ফাতেমা ঘুম থেকে উঠে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খুলশী থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দিপলু বড়ুয়া আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |